ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলা পুরাপাড়া ইউনিয়নের মেহেমরদিয়া-মজলিশপুর গ্রামের জনগনের যাতায়াতে কোটি টাকা খরচ করে গড়ে উঠছে একটি ব্রিজ, যার দু-পাশের গোড়ায় মাটি না থাকায় বেহাল অবস্থা।
যার কারণে স্থানীয় এলাকার জনসাধারণের স্বাভাবিক যাতায়াত সহ বিশেষ করে পুরাপাড়া হাট বারের দিন কৃষক পরিবার গুলোর ফসিল জমির পাট-পিয়াজ বিক্রির জন্য লোড গাড়ি নিয়ে যাতায়াতে ভুগান্তির শিকার হতে হচ্ছে নিয়মিত।
শুধু তাই নয় অসংখ্য লোড ভ্যান গাড়ি দূর্ঘটনার কবলে পড়েছে বলে স্থানীয় এলাকার লোকজনের মুখের ভাষ্যে জানা যাচ্ছে।
স্থানীয় এলাকার জনসাধারণের দীর্ঘ্যদিনের দাবি তুলেছে যে, সরকারের কোটি টাকা খরচের বিনিময়ে নির্মিত এই ব্রিজ টি যাতায়াতের উপযোগী না করায় প্রায় প্রতিদিন কোন না কোন ভাবে দূর্ঘটনা সহ ভুগান্তির শিকার হতে হচ্ছে জনসাধারণের। ব্রিজটির দু-পাশের গোড়ায় মাটি ভরাট করে জনসাধারনের চলাচল উপযোগী করে দিতে যথাযথ নগরকান্দা উপজেলা সংশিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন সর্বস্থরের জনগণ।