রাজবাড়ীর গোয়ালন্দে শাটল ট্রেনে কাটা পড়ে বাবুল হোসেন (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চন্দনীর বাবুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাবুল হোসেন চন্দনীর জোকাই গ্রামের কয়াত শেখের ছেলে।
চন্দনী ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুর রব জানান, শুনেছি ছেলের সংসারে অশান্তি ছিল। তবে কীভাবে বা কী কারণে ট্রেনে কাটা পড়েছে সেটি জানি না।
রাজবাড়ী রেলওয়ে থানার পুলিশ ইন্সপেক্টর সোমনাথ বসু জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।