মধুপুর থানার সদ্য বিদায়প্রাপ্ত ওসির স্থলে এসেই আগমনি বার্তা দিলেন মধুপুর থানার নতুন ওসি মোল্লা আজিজুর রহমান। গত ৩০ আগস্ট মধুপুর থানায় যোগদান করেই ১লা সেপ্টম্বর শুক্রবার রাত ৯ টায় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন । এসময় মধুপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচছা জানানো হয়।
সারাদেশসহ বিশেষকরে মধুপুর মাদককারবারীদের জন্য অশনি সংকেত নিয়ে আসেন নব ওসি।
মাদক ও ধর্ষনের বিরুদ্ধে আইনুনাগ কড়া কথা বলেন।
বঙ্গবন্ধুর ভাষণের মত তিনিও (মোল্লা আজিজুর রহমান) বলেন মাদক কারবারীদের ভাতে মারবো, পানিতে মারবো এবং দাবরাইয়ে মারব। ধর্ষকরা সমাজকে অস্থিতিশীল করে সুখে থাকতে পারবে না। মধুপুরবাসির স্বপ্নপূরণে মধুপুর থানার নতুন এ ওসি কতটুকু সহায়ক ভূমিকা পালন করবে তার জন্য অপেক্ষা করতে হবে কিছুটা সময়।২১ বছর যাবত নিরলস সেবা দিয়ে যাচ্ছেন প্রতিটি থানায়। মধুপুর থানার নব্য অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমানের চোখে মুখে যে স্বপ্ন ও কথার জাঝালো তেজ তা যেন প্রতিফলিত হয় প্রতিটি ঘরে।
বঙ্গবন্ধুর মত এ স্বপ্ন লালন করে মধুপুরবাসি। মধুপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক বাবুল রানা সমাপনী কথাপোকথনের মধ্য দিয়েই শেষ হয় আলোচনা।