মোঃ আলতাফ হোসেন বাবু
ব্যুরোচিফ,রাজশাহী
গত ০৩ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ অপরাহ্ণে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে চলমান কমিশনার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিফাইনাল ম্যাচে বোয়ালিয়া বিভাগ ও পিওএম বিভাগ প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় পিওএম বিভাগ ৩-০ গোলে জয়লাভ করে ফাইনাল নিশ্চিত করে। গতকাল এসএএফ শাখা ও মতিহার বিভাগের মধ্যে প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় এসএএফ শাখা ৪-০ গোলে জয়লাভ করে ফাইনালে উত্তীর্ণ হয়।
এসময় উপস্থিত ছিলেন জনাব মীর মো: শাফিন মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (পিওএম), জনাব মো: হাফিজুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স), জনাব সুকুমার মোহন্ত, সহকারী পুলিশ কমিশনার (পিওএম)সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। তথ্য আর এম পি মিডিয়া।