তানভীর তছির
ফিলিস্তিন মুসলিম নির্যাতনের প্রতিবাদে ২১ অক্টোবর শনিবার দুপুরে মধুপুর রানী ভবানী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন বাংলাদেশ ওলামা পরিষদ মধুপুর উপজেলা শাখা, শিল্প ও বণিক সমিতি মধুপুর শাখা, বিভিন্ন উপজেলা থেকে আগত হাজার হাজার মুসলিম তওহীদি জনতা। টাংগাইল ময়মনসিংহ মহাসড়কের নিকট রানীভবাণী স্কুল থেকে শুরু করে সাথীমোড় পর্যন্ত রাস্তা ছিল অবরুদ্ধ, লোকে লোকারন্য। নারাইয়ে তাকবীর আল্লাহু আকবর স্লোগানে মুখরিত হয় সমগ্র মধুপুর। এ সময় উপস্থিত ছিলেন পৌরমেয়র আলহাজ সিদ্দিক হোসেন খান, শিল্প ও বনিক সমিতির সাধারণ সম্পাদক মিনজুর রহমান নান্নু, সহ সম্পাদক হুরমুজ আলী ফকির,ধর্ম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির সহ ওলামা নেতৃ বৃন্দ। ইসরায়েলিদের নির্যাতন মা-বোন ও শিশুদের রেহাই দেয়নি, ইসরায়েলিদের বর্বর বলে আখ্যায়িত করেন ওলামা পরিষদের সভাপতি আব্দূর রউফ। তিনি আরো বলেন আর একটিবারও নির্যাতন হলে বিশ্বের মুসলমান এর দাঁতভাঙা জবাব দিবে।