বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :

বাঁচতে চায় চায়না বেগম

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

তানভীর তছির

দুটি কিডনি ডেমেজ চায়না বেগমের(৩৯) অথচ আল্লাহ্ বাঁচাও, আল্লাহ্ বাচাও বলে দিনরাত চিৎকার করছে। অসহায় চায়না বেগম ৩ মাস বয়সেই বাবা হারায়, মা বিয়ে বসে অন্যত্র। তারপরও জীবন সংগ্রাম চালিয়ে আসছিলো দীর্ঘ সময়।কিন্তু দূররোগ্য রোগ কিডনির অসারতার জন্য পরাজয় বরণ করেছে জীবন যুদ্ধে। এতিম এ মহিলার গ্রামের বাড়ি টাংগাইল জেলার ধনবাড়ি থানার কান্দিপুরে। ২০১৯ সালে সে কিডনি রোগে আক্রান্ত হয়ে ২০২৩ সাল পর্যন্ত জমিজমা বিক্রি করে চিকিৎসা চালিয়ে আসছিলো। এখন তার পরিবার নিঃস্ব, দেনার দায়ে জর্জরিত । কিডনি প্রতিস্থাপন করতে প্রায় ১৫ লক্ষ্য টাকা লাগবে। তাই সরকার ও দেশবাসির কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন এতিম অসহায় রোগীটি । আপনার একটু সাহায্যে বেঁচে যাবে একটি প্রাণ। চায়না বেগম প্রতি মুহূর্তে মৃত্যুর সন্ধিক্ষন গুনছে। মানবিক দৃষ্টিকোন থেকে সাহায্য পাঠানোর ঠিকানা 01948994594 বিকাশ/ নগদ/ রকেট। মানুষ মানুষের জন্য।

এই বিভাগের আরও খবর