রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৪ অপরাহ্ন

রাজধানী সহ দেশজুড়ে শুরু বিজিবির টহল

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

মোঃ আবদুল রহিম

নিজস্ব প্রতিবেদক ঢাকা

রাজধানীতে বিজিবির টহল শুরু।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ মহাসড়কে বিজিবির টহল দিচ্ছে। সোমবার (৩০ অক্টোবর) রাতে বিজিবি সদরদপ্তর এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানিয়েছে।

গত শনিবার ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও জ্বালাও পোড়াও ঠেকাতে পুলিশকে সহায়তা করতে মাঠে নেমেছিল বিজিবি।

মঙ্গলবার থেকে বিএনপিসহ সমমনা দলগুলো টানা ৭২ ঘণ্টা অবরোধের ডাক দিয়েছে। ওই কর্মসূচি শুরুর আগে ফের দেশজুড়ে বিজিবি মোতায়েনের তথ্য জানা গেল।

বিজিবি সদরদপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ সড়কে বিজিবি টহল শুরু সংখ্যক বিজিবি প্লাটুন মোতায়েন থাকবে।

এই বিভাগের আরও খবর