শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন

বিএনপিকে আর ছাড় দেবে না ১৪ দল

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

মোঃ আবদুল রহিম

নিজস্ব প্রতিবেদক ঢাকা

নির্বাচন নস্যাৎ করতে চাইলে সমুচিত জবাব দেয়া হবে:আমু
বিএনপি রাজপথ থেকে লেজ গুটিয়ে পালিয়ে যাবে: মেনন
বিএনপি হচ্ছে গণতন্ত্রের মুখোশধারী সন্ত্রাসী দল: ইনু
নির্বাচনকে বানচাল করার জন্য দেশি-বিদেশি চক্রান্ত চলছে: শেখ শহীদ
আমেরিকা ও জামায়াত বাংলাদেশের একটি অপশক্তি: দিলীপ বড়ুয়া
‘বিএনপিকে আর ছাড় দেবে না ১৪ দল’
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের নেতারা বলেছেন, দেশের বিচার বিভাগকে বিতর্কিত ও অপদস্থ করতে উদ্দেশ্যমূলকভাবে প্রধান বিচারপতির বাসায় হামলা করেছে বিএনপি। দেশকে অকার্যকর করতে, পাকিস্তান বানাতে যারা সংবিধানের ওপর আঘাত করছে, তাদের আর ছাড় দেওয়া হবে না। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির সঙ্গে কোনও আপস বা সংলাপ হবে না। বিএনপি নামক অপশক্তিকে নির্মূল করতে হবে। বিদেশিরা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন নয়, অসাংবিধানিক সরকার নিয়ে আসতে চায়।

সোমবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বিএনপি-জামায়াত কর্তৃক ‘পুলিশ হত্যা, রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে অগ্নিসংযোগ, প্রধান বিচারপতির বাসভবনে হামলার’ প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

সভাপতির বক্তৃতায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্নয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেন, বিএনপি বিদেশি প্রভুর ওপর ভর করে আন্দোলন করছে। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নস্যাৎ করতে চাইলে সমুচিত জবাব দেওয়া হবে।

আমির হোসেন আমু বলেন, ‘বিএনপি সন্ত্রাস-নৈরাজ্য করেছে ২০১৩-১৪ সালে, এবার আবার শুরু করেছে। ইসরায়েল যেমন গাজার ওপর হামলা করছে, বিএনপিও তাই শুরু করেছে। বিচার বিভাগকে অপদস্থ করার জন্য প্রধান বিচারপতির বাড়িতে হামলা করা হয়েছে। দেশকে অকার্যকর করতে, পাকিস্তান বানাতে যারা সংবিধানের ওপর আঘাত করছে, তাদের আর ছাড় নয়।’ তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। এর বাইরে আন্দোলনের নামে নৈরাজ্য করলে সমুচিত জবাব দেওয়া হবে। দেশের জনগণের জানমাল রক্ষায় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। অবরোধে আর যাতে কোনও নৈরাজ্য করতে না পারে, তাদের প্রতিহত করতে রাস্তায় থাকতে হবে নেতাকর্মীদের। এখন থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে ১৪ দল।’

এই বিভাগের আরও খবর