নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসেবে মোহাম্মদ সোলাইমান যোগদান করেছেন।
তিনি বর্তমান অফিসার ইনচার্জ মো. এমদাদুল হকের কাছ থেকে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার দায়িত্বভার গ্রহন করেন।
গত বৃহস্পতিবার (২৬ অক্টোবর) তিনি তার নতুন কর্মস্থল লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। একই দিন বদলিকৃত অফিসার ইনচার্জ মো. এমদাদুল হক কমলনগর থানার যোগদান করেন।
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা যোগদানের পর তার প্রতিক্রিয়ায় বলেন, এ উপজেলায় আইন শৃংখলা সামাজিক নিরাপত্তা উন্নয়ন অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখতে চাই। এছাড়া দুষ্টের দমন শীষ্টের পালনই হবে আমার প্রধান কাজ।