মোঃ আবদুল রহিম
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মির্জা আব্বাস ও মোয়াজ্জেম হোসেন আলাল।
মির্জা আব্বাস ও মোয়াজ্জেম হোসেন আলাল।
অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে শাহজাহানপুরের পাশে শহীদবাগ মসজিদ গলি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। একই এলাকা থেকে বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকেও গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে হওয়া একাধিক মামলায় আসামি করা হয়েছে। সেই মামলা ধরেই গ্রেপ্তার করা হয়েছে।