ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সাইন্স ইউনিভার্সিটির কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাবেক ও চলতি ৬০ জন শিক্ষার্থীর উপস্থিতিতে ইউআইটিএস সেন্ট্রাল অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) দুপুর ২টায় ইউআইটিএস এর কনফারেন্স হলে ইউআইটিএস ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেনের সঞ্চালনায় ও সভাপতি অ্যাড. আলামিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউআইটিএস এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আবু হাসান ভূঁইয়া।
নবগঠিত আহবায়ক কমিটিতে অ্যাড. আবজাল হোসাইন মৃধাকে আহ্বায়ক ও ইঞ্জি. আব্দুল্লাহ ফারুক জুয়েলকে সদস্য সচিব করা হয়। আহ্বায়ক কমিটির বাকি তিন সদস্য হলেন অ্যাড. মো. আল-আমিন, মো. ফারুক খান, উৎপল সরকার ও এড. মোঃ কাওছার।
সাধারণ সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. সিরাজ উদ্দিন আহমেদ। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. কামরুল হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রক্টর মো. তারিকুল ইসলাম, ইউআইটিএস এর ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টা এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শুভ দাস।