সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন

তুরস্ক-গ্রিস সীমান্তে ঠাণ্ডায় ১২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

সীমান্তরক্ষী বাহিনীরা শীতের কাপড় ও জুতা খুলে রেখে দেওয়ায় ঠাণ্ডায় ১২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) এক টুইটবার্তায় তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সয়লু এ তথ্য জানিয়েছেন।

হতভাগ্য এই অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর জন্য গ্রিসের সীমান্তরক্ষী বাহিনীকে দায়ী করে সয়লু জানান, ওই অভিবাসনপ্রত্যাশীদের দলটিতে মোট ২২ জন ছিল। সীমান্ত পেরোনার সময় গ্রীসের সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে তারা। তারপর তাদের শীতের কাপড় ও জুতা রেখে দিয়ে তুরস্কের পথে ফেরত পাঠায় সীমান্তরক্ষী বাহিনী। ফিরতি পথে ‍তুরস্কে আসার সময় ঠাণ্ডায় জমে তাদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে।

তবে এই অভিবাসীরা কোন দেশের- তা টুইটে জানাননি তিনি।

এদিকে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর এই অভিযোগকে ‘মিথ্যা প্রোপাগান্ডা’ বলে উড়িয়ে দিয়েছেন গ্রিসের অভিবাসন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নোটিস মিটারাচি। সূত্র: আলজাজিরা, রয়টার্স

এই বিভাগের আরও খবর