রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৪:১৮ অপরাহ্ন

আজ থেকে একুশে টিভিতে ধারাবাহিক নাটক ‘ নাট বল্টু’

  • প্রকাশিত : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

আজ ৫ই ফেব্রুয়ারী থেকে একুশে টিভিতে প্রতি শনি ও রবিবার রাত ১০ টায় প্রচারিত হবে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘নাট বল্টু’।

নাটকটি সাজানো হয়েছে হাজারো হাস্য রসাত্মক পরিস্থিতি নিয়ে। যেখানে দর্শক দেখতে পাবে নাট ও বল্টু বিভিন্ন কৌশল প্রয়োগ করে মানুষের কাছে থেকে টাকা হাতিয়ে নেয়। পূর্বের মহল্লা থেকে প্রতারণা করে তারা এখন নতুন এলাকায় প্রবেশ করেছে, আর সেই নতুন এলাকায় এসেই নিজের নতুন বাড়িওয়ালা থেকে শুরু করে আশেপাশের সবাইকে নিজেদের ব্যাতিক্রমধর্মী প্রতারণার ফাঁদে ফেলতে থাকে। কিন্তু সমস্যা এক জায়গাতেই বাধে, লক্ষ কোটি টাকার ধান্দার ফন্দি ফিকির করুক না কেনো দিন শেষে তাদের হাতে আসে নগন্য পরিমান অর্থ। নাটকটিতে হাস্যরস বৃদ্ধি করতে সংযুক্ত হয়েছে অরোও অনেক গুলো পিকুলিয়ার চরিত্র। যাদেরকে ঘিরে গল্পের ধারা এগোতে থাকে।

নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শিপুল ও তমাল মাহবুব নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আরফান আহমেদ ও সৈয়দ শিপুল,, তমাল মাহবুব, জয়রাজ, পীরজাদা হারুণ, লিটন খন্দকার, এস এম কামরুল বাহার, দোলন দে, আনোয়ার, সাবরিনা তন্নি, অনন্যা প্রিয়ন্তী, কনিকা মুক্তা, নিয়াজ, মামুন, মহসিন রনি।

এই বিভাগের আরও খবর