সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন

সুপ্রিম কোর্টের উভয় বিভাগে আজ বিচারকাজ বন্ধ

  • প্রকাশিত : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ বন্ধ থাকবে।

রোববার (৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের কার্যক্রম শুরু হওয়ার প্রাক্কালে অ্যাটর্নি জেনারেল ও আইনজীবীদের পরামর্শে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ ঘোষণা দেন।

এর আগে আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি এফআরএম নাজমুল আহাসান গত শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৬টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন এই বিচারপতি।

উল্লেখ্য, হাইকোর্ট বিভাগের বিচারপতি এফআরএম নাজমুল আহাসানকে গত ৮ জানুয়ারি আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

এই বিভাগের আরও খবর