বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন

ফের তেঁতুলিয়ায় শৈত্যপ্রবাহ

  • প্রকাশিত : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

টানা দুইদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর রোববার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে আবারও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে পঞ্চগড় জেলায়। রাতভর কনকনে শীত। ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে গেছে চারদিক। হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। টিপ টিপ করে বৃষ্টির ফোটার মত পড়ছে কুয়াশা। এতে করে মানুষের শরীর ও রাস্তাঘাট ভিজে যাচ্ছে। মাঘের শীতে কাবু হয়ে যাচ্ছে এখানকার বাসিন্দারা।

রোববার (৬ ফেব্রুয়ারি) সকাল ছয়টায় ৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। ৩ থেকে ৫ নটিকেল মাইল বেগে বয়ে যাচ্ছে বাতাস। গতকাল তাপমাত্রা ছিল ১১ দশমিক ১ ডিগ্রি। সূর্যের দেখা মিললেও নেই রোদের তাপ। সে কারণে গরম কাপড় ছাড়া ঘর থেকে বের হওয়া যাচ্ছে না।

আবহাওয়া অফিস জানিয়েছে, শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। এদিকে মাঝারি শৈত্য প্রবাহের কারণে নিম্ন আয়ের শ্রমজীবি মানুষদের দুর্ভোগ আবারও বেড়ে গেছে। এদিকে শীতজনিত কারণে হাসপাতালগুলোতে বয়স্ক ও শিশু রোগীদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। জেলা প্রশাসন শীতবস্ত্র বিতরণ করলেও একটি বিরাট অংশ এখন পর্যন্ত শীতবস্ত্রের অভাবে দিন পার করছেন।

এই বিভাগের আরও খবর