একটা টি-টোয়েন্টি বিশ্বকাপের রেষ এখনও কাটেনি, আরেকটা আসরের কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আয়োজন করতে যাচ্ছে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরই মধ্যে ঘোষণা হয়েছে চূড়ান্ত সূচি।
সে অনুযায়ী আজ ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। ১৬ দলের এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৬ অক্টোবর থেকে, শেষ হবে আগামী ১৩ নভেম্বর। অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হেতে যাওয়া ম্যাচগুলো অনুষ্ঠিত হবে অ্যাডিলেড, ব্রিজবেন, হোবার্ট, মেলবোর্ন ও পার্থে।
আজ থেকে কাঁটা যাবে ফাইনালসহ সবগুলো ম্যাচের টিকিট। যা আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
ক্যাটাগরি অনুযায়ী অপ্রাপ্তবয়স্কদের জন্য প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভের ম্যাচগুলোর টিকিটের মূল্য ধরা হয়েছে ৫ ইউরো ৪৯০ টাকা। তবে নির্দিষ্ট কিছু ম্যাচের জন্য সর্বোচ্চ ২০ ইউরো বা ২ হাজার টাকা ধরা হয়েছে প্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য।
গত আসরের চ্যাম্পিয়ন হওয়ায় অস্ট্রেলিয়া ক্রিকেট ও দেশটির সমর্থকদের কাছে বাড়তি চাপ আর উত্তেজনা কাজ করবে নিশ্চিত ভাবে।
দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ যেমনটা বলেছেন, ‘আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ আমাদের জন্য বাড়তি চাপ হলেও দারুণ কিছু হতে যাচ্ছে আশা করি। দেশের মানুষের সামনে শিরোপা ধরে রাখার কাজটা যেমন চাপের আবার সম্মানেরও। আশা করি দারুণ একটা আসরে দুর্দান্ত সব লড়াই দেখবে দর্শকেরা।’