শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কোরআন মজলিস বাংলাদেশ এর আহবায়ক কমিটির পক্ষে আদালতের আদেশ এম.এম কামাল আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত ESF-এর কর্ণধার জনাব এনায়েত উল্যাহ সৈয়দ (শিপুল সৈয়দ স্যার)-কে টেলিভিশন এসোসিয়েশন অব চীনে পানওয়াং উৎসব অনুষ্ঠিত ইউআইটিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন’র আহবায়ক আবজাল হোসাইন মৃধা আন্তর্জাতিক জুরি বোর্ডে অভিনেতা এনায়েত উল্ল্যাহ সৈয়দ বিএনপি নেতা মির্জা আব্বাস ও আলাল গ্রেপ্তার গোদাগাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ আব্দুল মতিন শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক অবরোধে আশুলিয়ায় যান চলাচল কম; আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের অবস্থান

অন্তঃসত্ত্বা কাজলকে নিয়ে ট্রল, নায়িকার আবেগী পোস্ট

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা কাজল আগারওয়াল অন্তঃসত্ত্বা। এই সময়ে গর্ভবর্তীদের শরীরে নানা রকম পরিবর্তন আসে। কাজলেও ক্ষেত্রে তাই হয়েছে। এ কারণে বডি শেমিংয়ের শিকার হয়েছেন নায়িকা। খবর এনডিটিভির।

বিকৃত রুচির মানুষগুলোর ট্রলের জবাব দিয়েছেন কাজল। এ বিষয়ে তিনি বুধবার ইনস্টাগ্রামে একটি আবেগী পোস্ট করেছেন। দীর্ঘ পোস্টে কাজল লিখেছেন-নানা রকম পরিবর্তনের মধ্য দিয়ে আমার দিনগুলো যাচ্ছে। জীবনযাপন, শরীর, বাসা এবং কর্মস্থলে নতুন অভিজ্ঞতার মুখোমুখি আমি। কিছু মন্তব্য, বডি শেমিং, মিম ইত্যাদি করে সত্যি কোনো লাভ নেই। একটু দয়ালু হওয়া শিখুন। এটা খুব কঠিন মনে হলে নিজে বাঁচুন এবং অন্যদের বাঁচতে দিন। যারা বিষয়গুলো বুঝতে চান না তাদের উচিত যেসব নারী এই অবস্থার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেছেন তাদের সম্পর্কে জানা। অন্তঃসত্ত্বা অবস্থায় আমাদের শরীরে অনেক পরিবর্তন আসে। ওজন বাড়ে। হরমোনের পরিবর্তনের কারণে পেট ও বুকে দৃশ্যমান পরিবর্তন আসে। আকৃতির এই পরিবর্তনের মধ্যেই একটি শিশু বড় হয়। কোনো কোনো সময় আমাদের ত্বকও ফেটে যায়। এ সময় শরীর ও মন ভালো থাকে না। শরীরে যেসব পরিবর্তন আসে সেগুলো ঠিক হতে সময় লাগে।

২০২০ সালের ৩০ অক্টোবের একেবারে ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সেরেছিলেন কাজল আর গৌতম।

নতুন অতিথিকে স্বাগত জানানোর আগে বেবিমুনের জন্য দুবাই গিয়েছেন কাজল আগারওয়াল। সেখানে কাটানো নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করছেন তিনি। এমনকি তার শেয়ার করা ছবিগুলো দেখা গেছে তার বেবিবাম্পও। কিন্তু সেসব ছবির নিচেই তার শারীরিক পরিবর্তন নিয়ে করা হচ্ছে সমালোচনা। আর এতেই কষ্ট পেয়েছেন কাজল।

এই বিভাগের আরও খবর