রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৬ অপরাহ্ন

শেষ মুহূর্তে হার এড়াল বার্সা

  • প্রকাশিত : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে লুক ডি ইয়ং গোলটি না করলে হার নিশ্চিত ছিল বার্সেলোনার। তবে এই গোলের সুবাধে এস্পানিওলের বিপক্ষে ২-২ গোলে ড্র করতে সক্ষম হয়েছে বার্সা।

লা লিগায় রোববার (১৩ ফেব্রুয়ারি) রাতে আরসিডিই স্টেডিয়ামে ম্যাচের ৭৪ সেকেন্ডেই পেদ্রির গোলে এগিয়ে যায় বার্সা। তবে ৪০ মিনিটের মাথায় এস্পানিওলকে সমতা ফেরান সার্জি দারদার।

দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটের মাথায় রাউল ডি থমাস গোলে লিড নেয় এস্পানিওল। ২-১ গোলে এগিয়ে থেকেই নির্ধারিত সময় শেষ হয়। কিন্তু যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গোল করে বার্সাকে উল্লাসে ভাসান ডি ইয়ং।

এই ড্রয়ের পর ২৩ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে চারে বার্সেলোনা। ২৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে এস্পানিওল। সমান ম্যাচে ৫৪ পয়েন্টে শীর্ষে রিয়াল মাদ্রিদ।

এই বিভাগের আরও খবর