সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৩০ পূর্বাহ্ন

ভালোবাসা দিবসে দ্বিতীয় সিনেমার ঘোষণা দিলেন চয়নিকা

  • প্রকাশিত : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

জনপ্রিয় নাট্যকার ও পরিচালক চয়নিকা চৌধুরী। আজ বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে দ্বিতীয় সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি। এ সিনেমার নাম ‘প্রহেলিকা’।

আজ সিনেমাটির নাম নিবন্ধন করেছেন এফডিসিতে, পরিচালক সমিতির কার্যালয়ে। বিষয়টি চয়নিকা চৌধুরী নিজেই নিশ্চিত করলেন।

তিনি বলেন, ‘আমার প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’ ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি নিবন্ধন করেছিলাম। আজ আরেক ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে দ্বিতীয় সিনেমার ঘোষণা দিলাম। এটি আমার পক্ষ থেকে দর্শকদের জন্য ভালোবাসা দিবসের উপহার।’

চয়নিকা চৌধুরী বলেন, ‘প্রহেলিকা’র কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার।

চয়নিকা চৌধুরী প্রহেলিকা সিনেমার গল্প নিয়ে বলেন, ‘এই সিনেমার গল্পটা রহস্য, প্রেম, ভালোবাসার চমক নিয়ে এগিয়ে যাবে। তাছাড়া এখন আর কোনো কিছু বলতে চাই না।’

‘প্রহেলিকা’য় কে অভিনয় করছেন জানতে চাইলে তিনি বলেন, এখনো অভিনয় শিল্পী ঠিক করা হয়নি। কথা চলছে কয়েকজনের সঙ্গে। আশা করছি কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। সব চূড়ান্ত হলে আপনাদের সবাইকে জানাবো।

ইচ্ছা আছে আগামী মে মাস থেকে শুটিংয়ে যাবো। আমার জন্য, আমার প্রডিওসারের জন্য, ফুল টিমের জন্য দোয়া করবেন।

কয়েক দিন আগে চয়নিকা চৌধুরী ডি এ তায়েব ও পরীমনিকে নিয়ে ‘অহংকারী বউ’ নামের একটা ওয়েব সিরিজি শেষ করেছেন। সেটা মুক্তি অপেক্ষায়।

ধারণা করা হচ্ছে, নতুন সিনেমায়ও পরীমনির ওপরই আস্থা রাখবেন চয়নিকা। পরীর সঙ্গে এই ছবিতে দেখা যাবে দেশের জনপ্রিয় একজন নায়ককে।

এই বিভাগের আরও খবর