উপমহাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে টুইট করেছেন আদনান সামি। জনপ্রিয় এ সঙ্গীতশিল্পী লিখেছেন, ‘বাপ্পি লাহিড়ী ভারতের প্রথম রকস্টার। তার হৃদয় ভালোবাসা ও উদারতায় পূর্ণ ছিল। তাকে খুব মিস করবো। ‘চলতে চলতে… মেরে ইয়ে গীত ইয়াদ রাখনা… কাভি আলভিদা না কেহ না.. কাভি আলভিদা না কেহনা… (আমার এ সঙ্গীত মনে রাখবেন, কখনো বিদায় বলবেন না) শান্তিতে থাকুন প্রিয় বাপ্পি দা…’
বাপ্পী লাহিড়ীর সঙ্গে নিজের তিনটি ছবি পোস্ট করে আরেকটি টুইটে আদনান সামি লিখেছেন, ‘দিল মে হো তুম… আঁখো মে তুম’ (আমার হৃদয়জুড়ে আপনি, আমার নয়নজুড়ে আপনার বসবাস)
প্রসঙ্গত, মঙ্গলবার রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা যান উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী। মৃত্যুকালে এই সংগীতশিল্পীর বয়স হয়েছিল ৬৯ বছর। অসংখ্য বাংলা ও হিন্দি চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়া বাপ্পি লাহিড়ী একাধারে ছিলেন গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও গায়ক।