রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০২:৩০ অপরাহ্ন

শাহরুখ-সালমানের গোপন খবর ফাঁস করলেন মাধুরী

  • প্রকাশিত : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২

বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান। তারা নিজেদের মধ্যে বরাবরই দারুণ সৌজন্যতাবোধ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। একে অপরকে প্রাপ্য সম্মান দিয়েছেন। এই দুই নায়কের বিপরীতে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত। আর তাই দুই নায়কের অনেক গোপন খবরই জানেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দুই খানের হাঁটে হাড়ি ভেঙেছেন মাধুরী। অভিনেতা না হলে কী হতেন শাহরুখ ও সালমান, সেটিই ফাঁস করেছেন এই নায়িকা।

মাধুরীর ভাষ্য, অভিনেতা না হলে শাহরুখ ব্যবসায়ী হতেন। অবশ্য সে এখনও ব্যবসায়ী।

অন্যদিকে সালমান প্রসঙ্গে জানান- তিনি গান গাইতেন, ছবি আঁকতেন কিংবা বডি বিল্ডার হতেন। কারণ সালমান এখনও গান করে, শরীর চর্চা করে। ছবিটা শখে আঁকতো।

এছাড়াও সেই সাক্ষাৎকারে নিজের অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘দ্য ফেম গেম’ নিয়ে কথা বলেছেন মাধুরী। এতে সঞ্জয় কাপুরের সঙ্গে পর্দা শেয়ার করেছেন তিনি।

এই বিভাগের আরও খবর