সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :

আজ দায়িত্ব নেবে নতুন নির্বাচন কমিশন

  • প্রকাশিত : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

আজ থেকে নির্বাচন কমিশন ভবনে দায়িত্ব পালন শুরু করবেন সদ্য নিয়োগ পাওয়া সিইসি কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনার।

সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রথম বৈঠকের মাধ্যমে কাজ শুরু করবে নতুন নির্বাচন কমিশন।

এই কমিশন আগামী পাঁচ বছর দেশের জাতীয় ও স্থানীয় পর্যায়ের সব নির্বাচন পরিচালনা করবে।

এর আগে রোববার, সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী পাঁচজনকে শপথবাক্য পাঠ করান।

এতে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে। নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর এবং অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিছুর রহমান।

পরে প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচন গ্রহণযোগ্য করতে সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি। সবার আস্থা ফেরানো চ্যালেঞ্জ হবে বলেও মনে করেন, কাজী হাবিবুল আউয়াল।

নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য সার্চ কমিটির তালিকা থেকে এই পাঁচজনকে নির্বাচন কমিশনে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এর আগে গতকাল শনিবার (২৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার নিয়োগ-সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

এই বিভাগের আরও খবর