ইউক্রেনে রাশিয়ার আক্রমণে দেশটির বিশেষ এক কার্গো বিমান ধ্বংস হয়েছে। ‘আনতোভ এএন-২২৫ ম্রিয়া’ নামের এই বিমানটি ছিলো বিশ্বের বৃহত্তম কার্গো বিমান।
রোববার ইউক্রেনের রাষ্ট্রীয় সমরাস্ত্র তৈরিকারী কোম্পানি উকরোবরোনপ্রম এক ফেসবুক বার্তায় এই তথ্য জানায়।
ফেসবুক বার্তায় জানানো হয়, ‘রুশ দখলদার বাহিনী ইউক্রেনের পতাকাবাহী কিংবদন্তিতুল্য এএন-২২৫ ম্রিয়াকে ধ্বংস করেছে। কিয়েভের কাছে হোস্তোমেলে আনতোভ বিমানঘাঁটিতে এই ঘটনা ঘটে।’
বিমানটি সংস্কারে তিন বিলিয়ন ডলারের বেশি খরচ হবে বলে বার্তায় জানানো হয়।
অপরদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রিও কুলেবা এক টুইট বার্তায় বিমানটি ধ্বংসের কথা জানিয়েছেন।
টুইট বার্তায় বিমানটির ছবি সংযুক্ত করে তিনি বলেন, ‘এটি ছিলো বিশ্বের বৃহত্তম বিমান এএন-২২৫ ‘ম্রিয়া’ (ইউক্রেনীয়তে ‘স্বপ্ন)। রাশিয়া হয়তো আমাদের ‘ম্রিয়াকে’ ধ্বংস করেছে। কিন্তু তারা কখনোই আমাদের শক্তিশালী, মুক্ত ও গণতান্ত্রিক ইউরোপীয় রাষ্ট্রের স্বপ্নকে ধ্বংস করতে পারবে না। আমরা জয়ী হবোই!’
বিমানটি সোভিয়েত আমলের শেষ দিকে তৈরি করা হয়। বিমান উদ্ভাবক রাইট ভাইদের প্রথম ফ্লাইটের সমান লম্বা বিমানটির পন্য পরিবহনের অংশ।
মহাকাশ অভিযানের জন্য নির্মিত স্পেশ শাটল পরিবহনে বিমানটি ব্যবহৃত হতো। তবে বর্তমানে এটি তেমন ব্যবহার করা হতো না।
সূত্র : আলজাজিরা ও বিবিসি