বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ১০:০০ অপরাহ্ন

নারী বিশ্বকাপ : জ্যোতির অপেক্ষা বিশ্বকে চেনানোর

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

আগামী ৪ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। আসরের দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। বড় মনে আগেও খেলেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হলেও খেলা হয়নি ওয়ানডের বিশ্বকাপ। তাই তো প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ নিয়ে রোমাঞ্চের শেষ নেই নিগার সুলতানা জ্যোতিদের।

আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ দলের অধিনায়ক জ্যোতি বলেছেন বিশ্বকাপ নিয়ে। টাইগ্রেস অধিনায়কের মতে এবারের বিশ্বকাপ অনুপ্রেরণা হবে দেশের নানা প্রান্তের মেয়েদের ক্রিকেটে আসতে।

‘অবশ্যই। আমরা এখানে নিজেদের সেরাটা দিতে চাই। নতুন মেয়েদের অনুপ্রেরণা ও উৎসাহী করতে চাই, যারা আমাদের এখানে ভালো করার অপেক্ষায় আছে।’

প্রথমবার ওয়ানডের বিশ্বকাপ, নিঃসন্দেহে বড় মঞ্চ, তাই প্রত্যাশাও বড়। জ্যোতি বলেছেন, বিশ্বকে দেখানোর এটাই বড় সুযোগ।

‘আমার মনে হয় এটা বড় সুযোগ বিশ্বকে দেখানোর, আমরা কতটা উন্নতি করেছি। অনেক বছর ধরে একসঙ্গে খেলছি আমরা। এটা আমাদের বড় সুযোগ বিশ্বকে দেখানোর আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি ও জিততে পারি।’

রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হতে বিশ্বকাপে বাংলাদেশকে খেলতে হবে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান, উইন্ডিজ, ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে।

এর আগে দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলার অভিজ্ঞতা থাকলেও নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা একেবারেই নতুন অভিজ্ঞতা হবে বাংলাদেশের।

জয়ের ব্যাপারে নিগার বলেছেন, ‘আমার মনে হয় এটা (জয়) বড় ব্যাপার। আমরা ম্যাচ বাই ম্যাচ ধরে খেলতে চাই। প্রতিটা দলের ক্ষেত্রে আলাদা পরিকল্পনা করব, আমাদের নিজের শক্তির জায়গা অনুযায়ী খেলব। আমি জানি না রেজাল্ট কী হবে, কিন্তু আমরা নিজেদের সেরাটা দিতে চাই।’

‘আমরা এখানে নিজেদের সেরাটা দিতে চাই। নতুন মেয়েদের অনুপ্রেরণা ও উৎসাহী করতে চাই, যারা আমাদের এখানে ভালো করার অপেক্ষায় আছে।’

এই বিভাগের আরও খবর