দুঃসংবাদ নিয়েই আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নামছে বাংলাদেশ।
আঙুলের চোটে এ ম্যাচে খেলবেন না মি. ডিপেন্ডেবল খ্যাত তারকা মুশফিকুর রহিম। তার বদলে একাদশে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিকাল ৩টায় রশিদ খানের দলের মুখোমুখি হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
এই ম্যাচে অভিষেক হয়েছে দুই তরুণ ক্রিকেটার ইয়াসির আলী রাব্বী ও মুনিম শাহরিয়ারের। মিরপুরের উইকেটে ঘাস দেখা গেছে। সে বিষয়টি মাথায় রেখে শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান দিয়ে পেস আক্রমণ সাজিয়েছে বাংলাদেশ।
এ সিরিজে দলে অন্তর্ভূক্ত হয়েছেন দুই স্পিনার নাসুম আহমেদ ও শেখ মেহেদি হাসান।
আফগানিস্তান একাদশেও দুই খেলোয়াড়ের অভিষেক ঘটেছে। তারা হলেন দারউইশ রাসুলি ও আজমতউল্লাহ ওমরজাই।
টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের অর্জন ভালো নয়।
দলটির বিপক্ষে এখন পর্যন্ত ছয়টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। যেখানে জয় মাত্র দুইটিতে, আফগানরা জিতেছে চার ম্যাচ। তবে ২০১৯ সালে ঘরের মাঠে হওয়া সবশেষ ম্যাচে জিতেছিল টাইগাররা।
বাংলাদেশ একাদশ:
মুনিম শাহরিয়ার, লিটন দাস, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, আফিফ হোসেন, ইয়াসির আলি চৌধুরি, মাহমুদউল্লাহ (অধিনায়ক), শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।