বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৯:৪৪ পূর্বাহ্ন

বিরাটকে পাগলের মতো ভালোবাসতাম : ম্রুনাল

  • প্রকাশিত : শনিবার, ৫ মার্চ, ২০২২

মায়াবী রূপ ও অভিনয়ের দক্ষতা দেখিয়ে দর্শকের নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। তেলেগু সিনেমা ‘জার্সি’র হিন্দি রিমেক হয়েছে বলিউডে। ক্রিকেট কেন্দ্রিক এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাহিদ কাপুর। গৌতম তিন্নানউরির পরিচালনায় তার সঙ্গে পর্দায় জুটি বাঁধেন ম্রুনাল।

এক সাক্ষাতকারে এই অভিনেত্রী জানান, ভারতের জাতীয় দলের তারকা বিরাট কোহলিকে একটা সময় পাগলের মতো ভালোবাসতেন। ম্রুনালের ভাষ্য, ‘একটা সময় বিরাট কোহলিকে পাগলের মতো ভালোবাসতাম। আমার ভাই ওর ভক্ত। ভাইয়ের কারণে ক্রিকেট দেখতে শুরু করি। পাঁচ বছর আগে স্টেডিয়ামে বসে ম্যাচ দেখেছি। মনে আছে, সেদিন নীল জার্সি পরে টিম ইন্ডিয়ার জন্য গলা ফাটিয়েছিলাম।’

প্রসঙ্গত, ম্রুনালের হাতে রয়েছে একাধিক ছবি। পরেশ রাওয়াল, শরমন জোশী ও অভিমন্যু দাসানির সঙ্গে ‘আঁখ মিচোলি’তে পর্দা শেয়ার করেন তিনি। এছাড়া তামিল ছবি ‘ঠাদাম’-র হিন্দি সংস্করণে আদিত্য রায় কাপুরের নায়িকা হয়েছেন ম্রুণাল।

সূত্র: জি নিউজ

এই বিভাগের আরও খবর