শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০২:১২ অপরাহ্ন

কঙ্গোয় ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৬১

  • প্রকাশিত : রবিবার, ১৩ মার্চ, ২০২২

আফ্রিকার দেশ কঙ্গোতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শিশুসহ অন্তত ৬১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫২ জন।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে রোববার (১৩ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (১০ মার্চ) বুয়োফওয়ে নামে একটি গ্রামে ট্রেনটি লাইনচ্যুত হয়। ট্রেনটিতে থাকা ১৫টি ওয়াগনের মধ্যে ১২টিই খালি ছিল। ট্রেনটি মূলত একটি মালবাহী ট্রেন কিন্তু দুর্ঘটনায় পতিত হওয়ার সময় সেটিতে কয়েক শতাধিক যাত্রী ছিল। এসব যাত্রী গোপনে ট্রেনিটিতে ভ্রমণ করছিলেন। এছাড়া ট্রেনের মধ্যে এখনও বেশ কিছু মৃতদেহ আটকে আছে।

উল্লেখ্য, কঙ্গোতে প্রায় সময় ট্রেন দুর্ঘটনা ঘটে। ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী এবং মালামাল বহনসহ লাইনে ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটছে। গত অক্টোবরে একই প্রদেশে ট্রেন দুর্ঘটনায় ৯ জন নিহত হন। সূত্র: আল জাজিরা, এএফপি

এই বিভাগের আরও খবর