শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০২:২৪ অপরাহ্ন

মারিউপোলের ২৫০০ বাসিন্দা নিহত

  • প্রকাশিত : সোমবার, ১৪ মার্চ, ২০২২

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর (২৪ ফেব্রুয়ারি) পর থেকে কৃষ্ণ সাগরের বন্দর শহর মারিউপোলের আড়াই হাজারেরও বেশি বাসিন্দা নিহত হয়েছেন।

ইউক্রেন প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ একটি টেলিভিশন সাক্ষাৎকারে এ তথ্য জানান। খবর আলজাজিরার।

তিনি বলেন, মারিউপোল সিটি প্রশাসনের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

অবরুদ্ধ শহরটিতে মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দেওয়ার জন্য রাশিয়ান বাহিনীকে অভিযুক্তও করেছেন ওলেক্সি আরেস্টোভিচ।

যদিও রাশিয়া বেসামরিক মানুষকে টার্গেট করার কথা অস্বীকার করেছে। দেশটি বলছে, ইউক্রেনকে নিরস্ত্রীকরণের জন্যই এই ‘বিশেষ অভিযান’।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন ২৭ লাখের বেশি মানুষ। এ ছাড়া যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১২ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।

এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৫৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪১ শিশু রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে।

সূত্র : আলজাজিরা

এই বিভাগের আরও খবর