সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ন

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

তেলবাহী কাভার্ড ভ্যান, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে সৌরভ (২০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজার এলাকায় সোমবার রাতে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, চাঁদপুর সদর চাঁদপুর সদর উপজেলার কুমড়ারডুগী এলাকার নাইম ও মোবারক। নিহত সৌরভ চাঁদপুর সদর উপজেলার কুমড়ারডুগী এলাকার বাসিন্দা।

আহত দুইজনকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার ওসি জোবায়ের সৈয়দ জানান, খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ তেলবাহী কাভার্ড ভ্যাটি জব্দ করেছে। পুলিশ লাশ উদ্ধার করেছে বলেও জানিয়েছেন ওসি।

এই বিভাগের আরও খবর