১৭ই মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্হপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন-২০২২ উপলক্ষে ধামরাই উপজেলা আওয়ামীলীগ উদ্যোগে, ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়ন,, ১টি পৌরসভা ও উপজেলা কমিটির কেক কেটে, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তৃণমূল থেকে সকল পর্যায়ের নেতৃত্বকারীদের সম্মানিত করে দৃষ্টান্ত স্হাপন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জম্মদিন ও জাতীয় শিশু দিবস বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ধামরাই পৌরসভার যাত্রাবাড়ীর মাঠে ধামরাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাসুম খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় সাংসদ ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
ধামরাই পৌরসভার আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা এর সার্বিক সহযোগিতা ও সার্বিক তত্বাবধানে স্বরণকালের উৎসবমুখর আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ’অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা আ’লীগের সহ-সভাপতিদ্বয় অ্যাডভোকেট খন্দকার আবুল কাশেম রতন, আব্দুল আলীম সেলিম, ঢাকা জেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শফিক আনোয়ার গুলশান, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমীন মুক্তা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ লাল্টু, সহ সমগ্র ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা আওয়ামী লীগের শাখা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, পৌর কাউন্সিলরবৃন্দ ও ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ,স্বেচ্ছাসেবক লীগ সহ সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এ’সময় উপস্থিত ছিলেন।