ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে সমান ভোট পাওয়া ও বন্ধ ঘোষণা করা প্রায় ১৯টি ইউপিতে ভোটগ্রহণ শুরু হয়েছে।
সোমবার (২১ মার্চ) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ভোটগ্রহণ করা হচ্ছে।
ইসির উপসচিব মো. আতিয়ার রহমান জানান, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৩৭ অনুযায়ী চলতি বছরের ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপ ও ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে ও অন্যান্য ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের সমান ভোট পাওয়া ও বন্ধ-ঘোষিত ভোটকেন্দ্রের ভোটগ্রহণ ২১ মার্চ অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, ৭টি ইউপিতে ইভিএমের মাধ্যমে ও বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। এসব ওয়ার্ডের ভোটগ্রহণ করতে নির্বাচন কমিশন সচিবালয়ে মনিটরিং সেল গঠন করা হয়েছে। মনিটরিং সেল কন্ট্রোল রুম থেকে নির্বাচনের সার্বিক বিষয়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।