হেরোইন, গাজা, ফেন্সিডিল এবং অন্যান্য মাদকদ্রব্যসহ ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও বেচাকেনায় জড়িত থাকার সন্দেহে তাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২২৬৯ পিস ইয়াবা বড়ি, ৩৪ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন, ১৭ কেজি ৮৭৮ গ্রাম গাঁজা ও ৭ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা করা হয়েছে।