রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৯ অপরাহ্ন

বিয়েবাড়িতে যাওয়ার পথে বাস খাদে পড়ে নিহত ৭

  • প্রকাশিত : রবিবার, ২৭ মার্চ, ২০২২

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের চিত্তোরে বিয়েবাড়িতে যাওয়ার সময় বাস খাদে পড়ে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৫ জন। শনিবার রাতে বাসটি খাদে পড়ে গেলে এ হতাহতের এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তিরুপতির পুলিশ সুপার (এসপি) জানিয়েছেন, চালকের গাফিলতিতেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। তিরুপতি থেকে ২৫ কিলোমিটার দূরে বাকরাপেটা নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি রাস্তা থেকে খাদে পড়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে।

রোববার ভোরে বিয়ের অনুষ্ঠান ছিল। সকালে রওনা দিলে বিয়ের অনুষ্ঠানে আর যোগ দেওয়া যাবে না। আনন্দও করা যাবে না সেভাবে। আর তাই রাতেই রওনা দিয়েছিলেন অন্তত ৫২ জন। বিয়েবাড়ির অনুষ্ঠান বলে বাসেই চলছিল হাসিঠাট্টা, গল্পগুজব।

তবে অন্ধ্রপ্রদেশের বাকরাপেটা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে বাস পৌঁছানো মাত্রই ঘটে বিপত্তি। দ্রুতগতিতে চলা বাসটি আচমকাই খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনার পর যাত্রীদের মধ্যে ঘটনাস্থলে প্রাণ যায় অন্তত সাতজনের।

মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আহত হয়েছেন অন্তত ৪৫ জন। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই বিভাগের আরও খবর