রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০২:৩১ অপরাহ্ন

ইসরায়েলে বন্দুকধারীর হামলায় নিহত ২

  • প্রকাশিত : সোমবার, ২৮ মার্চ, ২০২২

ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি শহরে বন্দুকধারীদের হামলায় দুইজন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার ( ২৮মার্চ) এ হামলার ঘটনা ঘটে। ইসরায়েলের নিরাপত্তা বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে।

দেশটির পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীদের একজন আরব-ইসরায়েলের নাগরিক। উত্তরের তেল আবিবের হাদেরার প্রধান সড়কে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পরে পুলিশের পাল্টা গুলিতে দুই বন্দুকধারীও নিহত হয়।

হামলায় আহত আরও চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

মাত্র পাঁচ দিন আগে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহর বীরশেবায় হামলায় চার ইসরায়েলি নাগরিক নিহত হন এবং আহত হন আরও বেশ কয়েকজন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এ হামলার ঘটনাকে জঘন্য সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেন। সন্ত্রাসী হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াসহ হুঁশিয়ারিও দেন তিনি।

সূত্র: বিবিসি, আল-জাজিরা

এই বিভাগের আরও খবর