বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৯:২৩ অপরাহ্ন

ইসরায়েলে বন্ধুকধারীর হামলায় ৫ জন নিহত

  • প্রকাশিত : বুধবার, ৩০ মার্চ, ২০২২

ইসরায়েলের তেল আবিবের উপকণ্ঠে বন্ধুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এক সপ্তাহের মধ্যে দেশটিতে এ ধরনের তৃতীয় প্রাণঘাতী হামলার ঘটনা ঘটল।

মঙ্গলবার (২৯ মার্চ) দেশটির জনবহুল আল্ট্রা-অর্থোডক্স ইহুদি অধ্যুষিত অঞ্চল বেনি ব্র্যাকে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে একজন প্যারামেডিক বলেন, বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছে।

ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, কালো পোশাক পরা বন্দুকধারী তার অস্ত্র তুলে একটি গাড়ির জানালা দিয়ে যাত্রীর ওপর গুলি চালায়।

সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের ওয়েবসাইটে বলা হয়, গাড়িতে একজনকে এবং অন্যদের আশপাশের রাস্তায় মৃত অবস্থায় পাওয়া গেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট জরুরি নিরাপত্তা সভা করেছেন এবং বুধবার তার নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে।

তিনি বলেন, প্রাণঘাতী আরব সন্ত্রাসবাদের মুখে পড়েছে ইসরায়েল। নিরাপত্তা বাহিনী কাজ করছে। আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে শক্ত হাতে লড়াই চালিয়ে যাব।

এর আগে গত মঙ্গলবার ও রোববার ইসরায়েলি আরবদের হামলায় ছয়জন নিহত হয়েছে।

গত ২২ মার্চ ছুরিকাঘাতে এবং গাড়ির ধাক্কায় চার ইসরায়েলিকে হত্যা করে একজন ইসরায়েলি আরব। তিনি একবার ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীকে সমর্থন করার জন্য কারাবন্দি হয়েছিলেন।

এ ছাড়া গত ২৭ মার্চ দেশটির উত্তরাঞ্চলীয় শহর হাদেরায় ইসরায়েলে বন্ধুকধারীর হামলায় দুই পুলিশ নিহত হয়েছে।

এই বিভাগের আরও খবর