নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভূলতা দক্ষিণ গোলাকান্দাইল এলাকার লিলি কেমিক্যাল কোং নামে একটি কারখানায় আগুন লাগে। এ সময় ৮ জন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (২৯ মার্চ) রাত ১১টায় ওই এলাকার কারখানাটিতে এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন- বায়েজিদ, রোকন, খাদেমুল, সজিব, রিপন, মেহেদী, রাসেল ও আকালু।
জানা গেছে, মঙ্গলবার (২৯ মার্চ) দিনগত রাত ১২টায় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে ৮ জন দগ্ধ হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম বলেন, এ ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। আমাদের ৩টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কেমিক্যাল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।