সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন

কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ড, দগ্ধ ৮

  • প্রকাশিত : বুধবার, ৩০ মার্চ, ২০২২

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভূলতা দক্ষিণ গোলাকান্দাইল এলাকার লিলি কেমিক্যাল কোং নামে একটি কারখানায় আগুন লাগে। এ সময় ৮ জন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২৯ মার্চ) রাত ১১টায় ওই এলাকার কারখানাটিতে এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন- বায়েজিদ, রোকন, খাদেমুল, সজিব, রিপন, মেহেদী, রাসেল ও আকালু।

জানা গেছে, মঙ্গলবার (২৯ মার্চ) দিনগত রাত ১২টায় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে ৮ জন দগ্ধ হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম বলেন, এ ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। আমাদের ৩টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কেমিক্যাল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর