বাংলাদেশ পর্যটন মেলা শুরু হচ্ছে আজ ৩০ মার্চ। এ মেলা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়ে চলবে ১ এপ্রিল পর্যন্ত। ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর সভাপতি মো. রাফেউজ্জামান এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত ২৮ মার্চ হোটেল প্যান প্যাসিফিকে আয়োজিত এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ওই অনুষ্ঠানে পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী ও অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ বলেছিলেন বাংলাদেশের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা আসছে। সেটার বাস্তবায়ন হলে দেশের পর্যটন খাতের চেহারা পাল্টে যাবে।
একই অনুষ্ঠানে অংশ নিয়ে ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর সভাপতি মো.রাফেউজ্জামান বলেছিলেন, দেশের স্বার্থ বিবেচনায় পজিটিভ সংবাদ প্রচার করতে হবে। পর্যটন খাত নিয়ে নেতিবাচক খবর প্রচার না করাই ভালো। তিনি বলেন, নেতিবাচক সংবাদ প্রচার করলে বিশ্বের অন্যান্য দেশ থেকে পর্যটক আসতে নিরুৎসাহিত হয়।
সভাপতির বক্তব্যে তিনি আরও বলেছিলেন, আমাদের দেশে ১ হাজার ১৯২টি পর্যটন স্পট আছে। কক্সবাজার ও সেন্টমার্টিনের পাশাপাশি অন্য স্পটগুলোতেও যেন মানুষ যায় সেটিও খেয়াল রাখতে হবে।