বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৬:১৬ পূর্বাহ্ন

খুলনায় কাভার্ড ভ্যানের চাপায় নিহত ২

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

খুলনা নগরীর আবু নাসের স্টেডিয়ামের সামনে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।

বুধবার (৩০ মার্চ) দিনগত রাত পৌনে ১২টার দিকে ওই স্টেডিয়ামের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, আরজু আল চয়ন (২৮) এবং আলাউদ্দিন শেখ (৩০)। তারা দুজনেই খুলনার খানজাহান আলী থানার আটরা গিলাতলা এলাকার বাসিন্দা।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান জানান, বুধবার (৩০ মার্চ) রাতে একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলে থাকা দুজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাদের মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন। তবে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।

এই বিভাগের আরও খবর