অর্থনৈতিক সংকটে বিধ্বস্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও তার বড় ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ছাড়া মন্ত্রিসভার বাকি ২৬ সদস্য পদত্যাগ করেছেন।
রোববার (৩ এপ্রিল) গভীর রাতে এক বৈঠকের পর তারা একযোগে পদত্যাগ করেন।
শিক্ষামন্ত্রী দীনেশ গুণবর্ধন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, কারফিউ সত্ত্বেও সরকারবিরোধী বিক্ষোভ বেড়েছে।
গুণবর্ধন বলেন, সব মন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন যেন প্রেসিডেন্ট নতুন মন্ত্রিসভা গঠন করতে পারেন। ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট নিয়ে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র সংকটের কারণে জনগণের ক্ষোভের মুখে যারা পদত্যাগ করেছেন, তাদের মধ্যে প্রভাবশালী রাজাপাকসে পরিবারের তিন সদস্য রয়েছেন।
রাজাপাকসে পরিবারের ছোট ভাই অর্থমন্ত্রী বাসিল, বড় ভাই কৃষিমন্ত্রী চামাল ও পরিবারের সন্তান ক্রীড়ামন্ত্রী নামাল পদত্যাগ করেছেন।
রোববার (৩ এপ্রিল) রাজাপাকসে পরিবারকে ক্ষমতাচ্যুত করার দাবিতে কারফিউ অমান্য করে দ্বীপরাষ্ট্রটি জুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ করার পর এ পদক্ষেপ নেওয়া হলো।
সূত্র : এএফপি