সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৯ পূর্বাহ্ন

বুচায় ‘গণহত্যা’, স্বাধীন তদন্তের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

  • প্রকাশিত : সোমবার, ৪ এপ্রিল, ২০২২

ইউক্রেনের বুচা শহরে নিহত বেসামরিক নাগরিকের ছবি দেখে ‘গভীরভাবে মর্মাহত’ হয়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে তিনি জবাবদিহিতা নিশ্চিত করতে এ ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জানান।

রোববার (৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে এসব কথা বলেন তিনি।

গুতেরেস বলেন, রাশিয়ান সৈন্যরা কিয়েভের কাছের শহর (বুচা) থেকে সরে যাওয়ার সময় প্রায় ৩০০ বেসামরিক নাগরিককে হত্যা করেছে।

তিনি বলেন, ইউক্রেনের বুচায় নিহত বেসামরিক নাগরিকদের ছবি দেখে আমি গভীরভাবে মর্মাহত। এ ঘটনায় স্বাধীন তদন্ত অপরিহার্য।

রুশ বাহিনী বুচায় বেসামরিক নাগরিকদের হত্যা করার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা বলছে, মৃতদেহের ভিডিও ও ছবি ইউক্রেন সরকারের আরেকটি উসকানি।

প্রসঙ্গত, রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছের শহর বুচা থেকে সরে যাওয়ার পর ৪১০টি লাশ পাওয়া যায়। এ ঘটনাকে ‘গণহত্যা’ বলে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সূত্র : রয়টার্স

এই বিভাগের আরও খবর