শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :

বিএসপিইউএ-এর ওয়েবিনার ‘বিশ্বাস করা কি গুরুত্বপূর্ণ?’

  • প্রকাশিত : রবিবার, ১০ এপ্রিল, ২০২২

রমাদ্বান উপলক্ষে বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস (BSPUA) আয়োজিত ওয়েবিনার “বিশ্বাস করা কি গুরুত্বপূর্ণ?” সফলভাবে 7 এপ্রিল 2022 বিকাল 4:30 টায় অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস (BSPUA), বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি সদস্যদের জন্য একটি জাতীয় পেশাদার প্ল্যাটফর্ম। প্রফেসর ড. ইউসুফ এম. ইসলাম, ডিন, স্কুল অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস, আইইউবি; ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য; এবং বিএসপিইউএর প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা ছিলেন এই ওয়েবিনারের প্রধান আলোচক।

সেশনে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এম.আর. কবির;  এবং সাবেক প্রো ভাইস-চ্যান্সেলর, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক; বিএসপিইউএর প্রতিষ্ঠাতা সদস্য এবং উপদেষ্টা।  স্বাগত বক্তব্য রাখেন ইউআইইউ-এর অধ্যাপক এবং বিএসপিইউএর সভাপতি ড. এফ. এ. সোবহানী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মার্কেটিং বিভাগের সিনিয়র লেকচারার জনাব রিয়াজ হাফিজ, প্রতিষ্ঠাতা সদস্য ও বিএসপিইউএর নির্বাহী পরিষদের সদস্য এবং সালেহ মোঃ আরমান, সহকারী অধ্যাপক, ইউনিভার্সিটি অব স্কলারস এবং বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস (BSPUA) এর সেক্রেটারি – পিআর।  প্রায় 40 জন নিবন্ধিত অংশগ্রহণকারী (অনুষদ সদস্য) ওয়েবিনারে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর