বেশ কয়েক দিনের নাটকীয়তার পর শেষপর্যন্ত অনাস্থা ভোটেই বিদায় ঘণ্টা বাজল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের।
বাংলাদেশ সময় শনিবার (৯ এপ্রিল) রাত দেড়টার দিকে পাকিস্তানের সংসদ অধিবেশনে ওই ভোটাভুটি অনুষ্ঠিত হয়।
ভোটে জাতীয় পরিষদের ৩৪২ জন সদস্যের মধ্যে ১৭৪ জন সদস্য ইমরান খানের প্রতি অনাস্থা ভোট দেন। দেশটির ইতিহাসে প্রথম কোনো প্রধানমন্ত্রীকে অনাস্থা ভোটে হেরে ক্ষমতা ছাড়তে হলো। একইসাথে পাকিস্তানের নির্বাচিত একজন প্রধানমন্ত্রীও এখন পর্যন্ত মেয়াদ পূর্ণ করতে পারলেন না।
এ দিকে অধিবেশন শুরুর আগেই ইমরান খানের দলের সংসদ সদস্যরা ওয়াক আউট করেন। স্পিকার ও ডেপুটি স্পিকারও পদত্যাগ করেন। তাদের পদত্যাগের পরপরই অনাস্থা ভোট শুরু হয় বলে জানা গেছে।
এর আগে গত ৩ এপ্রিল ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা ভোটের প্রস্তাব নাকচ করে দেন ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। এরপরই ইমরান খানের পরামর্শে পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি।
এপর বিষয়টি পাকিস্তানের সর্বোচ্চ আদালতে যায়। টানা ৫ দিন শুনানির পর বৃহস্পতিবার (৭ এপ্রিল) আদালত অনাস্থা প্রস্তাব খারিজের আদেশ ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেন এবং শনিবার সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজনের নির্দেশ দেন। সূত্র: ডন, বিবিসি