বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :

রাজধানীসহ ৬ বিভাগে শিলাবৃষ্টির আভাস

  • প্রকাশিত : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

রাজধানী ঢাকাসহ দেশের ৬ বিভাগে ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির প্রবণতা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১৩ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, সিলেট, ময়মনসিংহ ও রংপুরের কিছু জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি সাথে শিলাবৃষ্টিও হতে পারে।

বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৩ দশমিক ৭, ময়মনসিংহে ৩২ দশমিক ০, চট্টগ্রামে ৩৩ দশমিক ৫, সিলেটে ৩২ দশমিক ২, রাজশাহীতে ৩৬ দশমিক ২, রংপুরে ৩০ দশমিক ৫, খুলনায় ৩৪ দশমিক ০ এবং বরিশালে ৩৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নিকলিতে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এই বিভাগের আরও খবর