কালবৈশাখী ঝড়ের কারণে পদ্মানদী উত্তাল থাকায় শিমুলিয়া-বাংলাবাজার রুটে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।
বুধবার সকাল ৭টা থেকে যাত্রীদের নিরাপত্তায় ও দুর্ঘটনা এড়াতে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ নদীবন্দর কর্তৃপক্ষ। সাধারণত সকাল ৬টা থেকে এ নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়ে থাকে।
বিআইডব্লিউটিএ শিমুলিয়া ঘাটের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শিমুলিয়া-বাংলাবাজার ও মাঝিরকান্দি নৌরুটে মোট ১৫৩টি স্পিডবোট ও ৮৭টি লঞ্চ চলাচল করে। তবে ঝড়ের কারণে নদীতে প্রবল বাতাসে নদী উত্তাল। তাই যাত্রী নিরাপত্তা ও দুর্ঘটনা এড়াতে নৌযানগুলো বন্ধ রাখা হয়েছে। নদীর অবস্থা স্বাভাবিক হলে লঞ্চ স্পিডবোট চলাচল শুরু করবে।
এদিকে নৌরুটে ফেরি চলাচল কিছু সময় বন্ধ থাকলেও এখন সচল রয়েছে। এ বিষয়ে বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আলী আহমেদ জানান, ঝড় শুরু হলে কিছু সময় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে এখন এ নৌরুটে ৭টি ফেরি সচল রয়েছে।