শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :

ধামরাই পৌর আ’লীগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

মাধপ সরকার, ধামরাই প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে স্থানীয় এমপি আলহাজ্ব বেনজীর আহমদ এর সার্বিক তত্বাবধানে ধামরাই উপজেলার ১৬ টি ইউনিয়নে ইফতার ও দোয়া মাহ্ফিলের ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেল পাঁচটায় ধামরাই পৌর আওয়ামী লীগ ও সহোযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।

ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা এর সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কাউন্সিলর মোঃ শহীদুল্লাহ্ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আ’লীগের সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

এ’সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট খন্দকার আবুল কাশেম রতন,,ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এনামুল হক আইয়ুব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদকদ্বয় মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, খালেদ মাসুদ লাল্টু,, কাউন্সিলর মোঃ মোকছেদ আলী, ধামরাই পৌরসভার কাউন্সিলর মোঃ আরিফুল ইসলাম,কাউন্সিলর আরিফ, আমিনুল হাসান গার্নেল সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ,,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা আওয়ামী যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এ’সময় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন মূলক কর্মকাণ্ড তুলে ধরেন সেইসাথে ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় উন্নয়ন চিত্র তথ্য উপাত্ত সহ উপস্থিত সকলের সামনে তুলে ধরেন।

ইফতার ও দোয়া মাহফিলের এর সভাপতি আলহাজ্ব গোলাম কবির মোল্লা মহোদয় ধামরাই পৌরসভার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের চিত্র তুলে ধরেন সেই সাথে সমগ্র বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন তুলে ধরে মানণীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ও আমাদের মাননীয় সাংসদ জননেতা আলহাজ্ব বেনজীর আহমদ এর জন্য দোয়া করবেন।

এ’সময় প্রধান অতিথির বক্তব্যে সমগ্র দেশ ও ধামরাই পৌরসভা সহ ধামরাই উপজেলার বিভিন্ন উন্নয়ন মুলক কাজ নিয়ে” তথ্য উপাত্ত সহ বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা (২০) এর মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি। আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এই বিভাগের আরও খবর