সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৯:০৬ পূর্বাহ্ন

কুমিল্লায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ৭ মে, ২০২২

কুমিল্লার লালমাইয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের মাতাইনকোট গ্রামের ফসলের মাঠে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া কৃষক আবু তাহের (৪০) ওই গ্রামের তাজুল ইসলামের ছেলে। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল বাশার।

ইউপি চেয়ারম্যান আবুল বাশার জানান, শুক্রবার বিকালে মাতাইনকোট কমপ্লেক্সের উত্তর দিকের ফসলি মাঠে যান আবু তাহের। ওই মাঠে থাকা তাঁর জমিতে বোরো ধান বৃষ্টি থেকে রক্ষা করতে কাজ করছিলেন তিনি। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এতে আবু তাহের মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই বিভাগের আরও খবর