রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৪:০৭ অপরাহ্ন

ডেসটিনির মানিলন্ডারিং মামলার রায় আজ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

ডেসটিনির মানিলন্ডারিং আইনের দুটি মামলার মধ্যে একটির রায় আজ ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (১২ মে) আলোচিত এ মামলার রায় ঘোষণা করবেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম।

এর আগে ২৭ মার্চ এ মামলায় দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য এই তারিখ নির্ধারণ করেন আদালত।

দুদক আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে না পারায় তারা খালাস পাবেন বলে আশাবাদী আসামি পক্ষ। অন্যদিকে রায়ে আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করছেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম।

মানিলন্ডারিং আইনের দুটি মামলায় ২০১৪ সালের ৪ মে চার্জশিট দাখিল করে দুদক। ডেসটিনির এমডি রফিকুল আমিনসহ ১৪ জনের নাম দুই মামলায় থাকায় মোট আসামি ৫১ জন। যাদের মধ্যে রফিকুল আমীন, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও লে. কর্নেল (অব.) মো. দিদারুল আলম গত দশ বছর ধরে কারাগারে আছেন। জামিনে আছেন ৪ জন। বাকিরা পলাতক।

এ ছাড়া চার্জশিটে কো-অপারেটিভ সোসাইটির মামলায় ৪৬ জন এবং ট্রি-প্ল্যানটেশন মামলায় ১৯ জনকে আসামি করা হয়।

মামলা সূত্রে জানা যায়, মাল্টিপারপাস কো-অপারেটিভের নামে ডেসটিনি বিনিয়োগকারীদের কাছ থেকে ১ হাজার ৯০১ কোটি টাকা সংগ্রহ করে। সেখান থেকে আত্মসাৎ করা হয় ১ হাজার ৮৬১ কোটি ৪৫ লাখ টাকা। যার কারণে ক্ষতির মুখে পড়েন সাড়ে ৮ লাখ বিনিয়োগকারী।

এই বিভাগের আরও খবর