রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:১১ অপরাহ্ন

এই গরমে যেভাবে সুগন্ধি ব্যবহার করবেন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

দেশে কয়েক দিন ধরে প্রচণ্ড গরম শুরু হয়েছে। এই গরমে নিজেকে কীভাবে সতেজ ও প্রাণবন্ত রাখবেন, জানা জরুরি। কারণ, প্রচণ্ড গরমে শরীরে ঘাম হয়। আর এ থেকে দুর্গন্ধের কারণেও নিজের কাছে অনেক অস্বস্তি লাগে। তাই গরমে সতেজ ও তরতাজা থাকতে সুগন্ধি ব্যবহারের বিকল্প নেই। এ জন্য এই গরমে পারফিউম, বডি স্প্রে ও ডিওডোরেন্টের ব্যবহারও বেড়ে যায় বহু গুণ। অনেকের আবার শুধু সুগন্ধির প্রতিই বাড়তি ভালোলাগা কাজ করে।

কীভাবে এই প্রচণ্ড গরমেও নিজেকে সতেজ এবং সুরভিত রাখবেন। জেনে নিন কিছু সহজ উপায়।

পারফিউম (সুগন্ধি) কেনার সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে :

বারবার একই সৌরভের পারফিউম (সুগন্ধি) ব্যবহার না করে ভিন্নগুলোও ব্যবহার করতে পারেন।

পারফেক্ট সৌরভটা বুঝতে হলে টেস্ট করার সময় একটু দূরে রেখে শরীরে স্প্রে করুন, তাহলে সৌরভটা খুব সহজেই বুঝতে পারবেন।

অনেকে আবার স্প্রে করে ত্বকে ঘষে, যেটা একদমই প্রয়োজন নেই। কারণ, শুধু স্প্রে করেই সৌরভ পােওয়া যায়।

পারফিউম কেনার সময় দেখে কেনাসহ অবশ্যই ভালো ব্র্যান্ডের কিনুন।

সৌরভের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখুন এটা যেন অন্যের কাছে অস্বস্তির কারণ না হয়।

পারফিউমের ব্যবহার :

পারফিউমের (সুগন্ধি) সৌরভ নিতে গোসলের পরে ব্যবহার করুন।

সাধারণত আমরা পোশাকে পারফিউম (সুগন্ধি) স্প্রে করে থাকি, তবে সৌরভ দীর্ঘ সময় রাখতে হাতের কবজি, কনুইয়ের ভাঁজের অংশ, কানের পেছনে ও গলায় দিতে পারেন।

পারফিউম (সুগন্ধি) নিয়ে হাতের কনুই, কবজির পালস পয়েন্ট এবং কানের পেছনের দিকে দুই পাশে স্প্রে করতে হবে। কারণ, এই জায়গাগুলো পাতলা এবং ওয়ার্ম হয়, যা পারফিউমের গন্ধ ধরে রাখে।

অতিরিক্ত সুগন্ধি ব্যবহার না কর ভালো।

পারফিউম (সুগন্ধি) ফ্রিজে রাখবেন না।

শুষ্ক এবং ঠান্ডা জায়গায় সংরক্ষণ করুন।

কোনো অনুষ্ঠানে সঠিক বুঝে পারফিউম (সুগন্ধি) ব্যবহার করুন।

অফিসে বা ক্লাসে যাওয়ার সময় হালকা সৌরভের পারফিউম (সুগন্ধি) আর রাতের কোনো জাঁকালো পার্টিতে কড়া সৌরভের পারফিউম ব্যবহার করুন।

পারফিউম দেওয়ার আগে যেখানে যেখানে ব্যবহার করবেন, সেখানে ময়েশ্চারাইজার দিয়ে নিন। কারণ, ত্বক খসখসে থাকার বদলে যদি মসৃণ আর নরম থাকে, তাহলে পারফিউম নিজের মধ্যে টেনে নেয় অনেকক্ষণের জন্য।

ছেলেদের জন্য ভার্সেস ইরোস (versace eros), ভার্ট-রিল্যাক্সড এনার্জেটিক টিজার ব্র্যান্ডের পারফিউমগুলো জনপ্রিয়।

মেয়েদের জন্য ক্রিস্টাল ক্রিক উড, গোল্ডেন লাইট উড, ভেলভেট ফরেস্ট উড।

বেশি পরিমাণে পারফিউম ব্যবহার ত্বকের জন্য ক্ষতিকর। সঠিক জায়গায় অল্প পরিমাণে ব্যবহার করুন।

এই বিভাগের আরও খবর