সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :

অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী আলবানিজ

  • প্রকাশিত : রবিবার, ২২ মে, ২০২২

স্কট মরিসনকে হারিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ। প্রায় এক দশক পর অস্ট্রেলিয়ায় সরকার গঠন করতে দলটি।

স্থানীয় সময় শনিবার (২১ মে) রাতে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়ে।

এদিকে স্কট মরিসন নিজের পরাজয় মেনে নিয়ে প্রতিপক্ষ আলবানিজকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন, বিরোধীদলীয় নেতা এবং নতুন প্রধানমন্ত্রী আলবানিজের সঙ্গে আমি কথা বলেছি। নির্বাচনে জয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছি।

উল্লেখ্য, মরিসনের লিবারেল ন্যাশনাল কোয়ালিশন ৮ বছর ৯ মাস ক্ষমতায় ছিল। নেতৃত্বে বেশ কিছু পরিবর্তনের পর মরিসন ২০১৮ সালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হন।

এই বিভাগের আরও খবর