শাকিব খানের সঙ্গে ক্যারিয়ার শুরু করা চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে অনেকের মনে ভ্রান্ত ধারণা ছিল। তারা বলেছেন, শাকিব ছাড়া বুবলী অচল। তবে বুবলী তাদের ধারণা মিথ্যে প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন, শাকিব খান ছাড়াও তিনি পথ চলতে পারেন। অন্য নায়কদের সঙ্গে জুটি বেঁধে কয়েকটি সিনেমায় কাজ করেছেন।
মুক্তিও পেয়েছে তার মধ্যে কিছু সিনেমা। সম্প্রতি এ নায়িকার আরও একটি সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। সিনেমার নাম ‘তালাশ’। রোমান্টিক থ্রিলার গল্পের এ সিনেমার তার নায়ক নবাগত চিত্রনায়ক আদর আজাদ।
সৈকত নাসির পরিচালিত এ সিনেমাটি ১৭ জুন মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা। এরইমধ্যে গান ও ট্রেলার প্রকাশ হয়েছে। এ সিনেমা প্রসঙ্গে বুবলী বলেন, ‘প্রকাশিত গান দুটি দর্শক বেশ পছন্দ করেছে। এ সিনেমার প্রতিটি গানই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো।
আর গল্প এক কথায় চমৎকার। দর্শকরা নিরাশ হবেন না এটা এক কথায় বলতে পারি। নায়ক হিসাবে আদরও অনেক ভালো করেছে। আশা করি, আমাদের জুটির সিনেমাটি দর্শকদের পছন্দ হবে।’